আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারের ধারাবাহিকতায় শিক্ষাখাতে বৈপ্লবিক পরিতবর্তন হয়েছে সাংসদ নদভী 


সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকার বৈপ্লবিক উন্নয়ন করেছে। এজন্য পিছিয়ে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। সরকারের ধারাবাহিকতয় দেশ আরও উন্নত ও সমৃদ্ধ হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে।

বুধবার (১৮ অক্টোবর) সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে এই কলেজে দুটি বাস উপহার দেয়ার ঘোষণা দেন এমপি নদভী।

অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস,

কলেজের দাতা সদস্য আব্দুল মান্নান, মোহাম্মদ ইসমাঈল, মো. রকিবুল হক দিপু, নজরুল ইসলাম, নির্বাচিত অধ্যক্ষ দেলোয়ার হোসাইন মুনসী, চেয়ারম্যান মীর্জা আসলাম সরওয়ার রিমন, আ ন ম সেলিম উদ্দিন ও লেয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবু সুমন বড়ুয়া, মাহফুজ উন নবী খোকন, আয়ুব চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, কলেজ ছাত্রী নুসাইবা ছিদ্দিকা, সাইমা মুসতারিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পৃষ্ঠপোষকতায় কলেজের সার্বিক অগ্রগতির ফলে আড়াই কোটি টাকা ব্যয়ে আইসিটি ভবন নির্মিত হয়েছে। আরও একটি অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হচ্ছে। এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় এবং সরকারের সুদৃষ্টির ফলে এই কলেজ আধুনিক কলেজে রূপান্তরিত হয়েছে।

এসময় তিনি আরো উল্লেখ করেন, ‘এসএসসি-দাখিলে উত্তীর্ণ হয়ে যারা এখনও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি, তারা সাতকানিয়া মহিলা কলেজে কারিগরি শাখায় বিনা খরচে ভর্তির সুযোগ পাবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর