বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শোকসভা ২৩ সেপ্টেম্বর


অনলাইন ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, দেশবরেণ্য শিক্ষাবিদ, পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত, বিশ্ববরেণ্য বৌদ্ধ-মনীষী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শোকসভা ২৩ সেপ্টেম্বর।

এদিন বিকাল ৪টায় আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।

শোকসভায় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজন আলোচনায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

সংগঠনের চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু, শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়ক রতন বড়ুয়া সর্বস্তরের জনগণকে এ শোকসভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শোকসভায় প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে বিশেষ স্মারকগ্রন্থ ‘আলোকিত বিকিরণ’ প্রকাশিত হবে। স্মারকগ্রন্থটির কেউ যদি নিবন্ধ ও স্মৃতিচারণমূলক লেখা পাঠাতে আগ্রহী হন তাহলে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে danandabarta24@gmail.com অথবা ০১৭৪৯-০৫৪৪২৪, ০১৮২৭-২৭৫৬৫৩ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


Related posts

২১ ফেব্রুয়ারি আমির ভান্ডারের কেন্দ্রীয় পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

Chatgarsangbad.net

আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

Chatgarsangbad.net

সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে রোজা হবে?

Chatgarsangbad.net

Leave a Comment