আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়উঠান ইউনিয়ন আ. লীগের উদ্যোগে শোক দিবস পালিত


ওসমান হোসাইন, কর্ণফুলী

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। কর্ণফুলী উপজেলা বড়উঠান ইউনিয়ন আ’লীগের উদ্যোগে পালিত হয়।

মঙ্গলবার (১৫আগষ্ট) সকাল ৮ঘটিকার সময় বড়উঠান শাহমীরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ইউনিয়ন আ’লীগের উদ্যোগে খতমে কোরআন-আলোচনা সভা ও দোয়া মাহফিল, সাধারণ সম্পাদক আবদুল মন্নান খাঁনের সঞ্চালনায়, সভাপতি আমজাদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, প্রধান বক্তা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ‍্যা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান তালুকদার।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এম.এ হোছেন, সেলিম উল্লাহ্, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর, উপজেলা আ’লীগের সদস্য সৈয়দ মাসুদ হাসান,দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন,বড়উঠান ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান নাজিম উদ্দীন চৌধুরী, আবু বক্কর,১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হারুন ভাই, সাধারন সম্পাদক সেলিম,২নং সভাপতি সৈয়েদ আল মাহমুদ, সাধারন সম্পাদক ফরিদ হোসেন,৩নং ওয়ার্ড সভাপতি মোস্তাফা কামাল বাবু সাধারন সম্পাদক বাবু সমর ধর, ৩নং ওয়ার্ড সভাপতি আজিম উদ্দীন সাগর,৫নং ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার ইলিয়াস,সাধারন সম্পাদক পারভেজ টিটু আরও উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ,শ্রমিক লীগ,ছাত্রলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টের শহীদদের প্রতি খতমে কোরআন ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা মাধ্যমে যথাযথ মহান নেতার প্রতি শ্রদ্ধা এবং
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর