অনলাইন ডেস্কঃ নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের নীচে চাপা পড়ে রাশেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকাায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল আমিন। রাশেদ (৩২) বন্দর থানাধীন বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।
আরও পড়ুন লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যবুকের
নুরুল আমিন বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশেদ।
এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply