আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মরক্কোতে ভূমিকম্পে ৮ শতাধিক মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে। দেশটির রাষ্ট্রায়াত্ত টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার সাড়ে ১৮ কিলোমিটার গভীরে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এর ১৯ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার আফটারশক অনুভূত হয়। মারাক্কেশ শহরের পুরনো অংশে কিছু ভবন ধ্বসে পড়েছে বলে সেখানকার একজন অধিবাসী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

স্থানীয় মানুষ বলছেন, ভূমিকম্প পরবর্তী কম্পনে লোকজন এখনো ঘরের বাইরে রাস্তা বা খোলা জায়গায় অবস্থান করছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল অ্যাটলাস পর্বতমালার অনেক দূরের একটি এলাকায় হলেও ভূকম্পন অনুভূত হয়েছে সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরে রাজধানী রাবাত ছাড়াও কাসাব্ল্যাংকা ও এসাউইরাতে।

দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে পৌঁছানো বেশ কঠিন।

ভাষান্তর: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর