আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: জামালখানে ‘কিংবদন্তী’

জামালখানে ‘কিংবদন্তি’


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের জামালখান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সংবলিত ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এই ‘কিংবদন্তি’ উদ্বোধন করেন মেয়র।

এসময় মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগরপরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগাম গড়ার জন্য কাজ করছি। সরকারি যে কোন সংস্থা জনস্বার্থে তাদের পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্যবর্ধনে কাজে লাগানো হবে। আমি চাচ্ছি পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, হাটার ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে।

এদিন কাতালগঞ্জ এলাকায় বৌদ্ধ মন্দির-পাঁচলাইশ মোড় রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারী ট্রান্সফার ষ্টেশন (এস.টি.এস) নির্মাণ, রোড ডিভাইডার সহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

কাউন্সিলর শৈবাল দাস সুমন জানান, ‘নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের
সাথে পরিচিত করতে ৫৬জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং
সংযোজন করা হয়েছে।’

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, ছাত্রলীগ নেতা জিএম তৌসিফ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৯ সালে জামালখানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী দেয়ালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শনে কাঁচের ফ্রেমে ছবি সংযোজন করা হয়েছিলো। কিন্তু চলতি বছরের জুন মাসে রাজনৈতিক সহিংসতার কারণে সেইসব ছবি ভাঙচুর করেছে দুবৃত্তরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর