আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারা বরুমচড়ায় শিক্ষার্থীদের মাঝে এফজিসি শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে গাইড বই বিতরণ করেন  মোনায়েম খাঁন


সাদ্দাম হোসেন:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচড়া ইউনিয়নে ফুলগাজী চৌধুরী শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় তিনশতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাইড বই বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বরুমচড়া ১নং ওয়ার্ড ফুলগাজী চৌধুরীর বাড়ীতে এসব গাইড বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতি বছর বরুমচড়া ইউনিয়নে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোহাম্মদ মোনায়েম খাঁনের অর্থায়নে এই গাইড বই বিতরণ করা হয়।

বরুমচড়া ইউনিয়নে ফুলগাজী চৌধুরী শিক্ষা
ফাউন্ডেশনের সমন্বয়ক, ব্যাংকার ও প্রাক্তন ছাত্রলীগ কর্মী মাউসুফ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক, প্রধান পৃষ্ঠপোষক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও আনোয়ারা-কর্ণফুলী সমিতি ঢাকা’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোনায়েম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, প্রাক্তন ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তান রফিক আহমেদ বাবুল, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শহীদ আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের প্রাক্তন সহ-সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী টুটুল, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, বই বিতরণ কার্যক্রমের সমন্বয়ক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোঃ আলীসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত থেকে গাইড বই বিতরণ করেন, ফাউন্ডেশনের পরিচালক সদস্য মোঃ হাসান মনা, মোঃশহীদুল ইসলাম চৌধুরী আলাল, মোঃসরফুদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ নাছির, মোঃ মনছুর,ফরিদ আহমেদ ফরু,লিয়াকত আলী,দুবাই প্রবাসী মোঃ আখতার হোসেন, যুবলীগ নেতা ফরিদ আহমেদ জুম্মান, মোক্তার আহম্মদ, মোঃ ইলিয়াস, সাদেক হোসেন, ইউনুস,জিয়াউল হাছান, ছাত্রলীগ নেতা ঈসমাইল খান জয়, মোঃমিনহাজ, তৌকির আহমেদ সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর