অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটে তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়। ডিবির এক কর্মকর্তা জানান, মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে সকাল পৌনে ৯টার দিকে আটক করা হয়। এ বিষয়ে তার স্ত্রী রাহাতারা বেগম বলেন, সকাল পৌনে নয়টার একদল ডিবি পুলিশ এসে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে আটক করে নিয়ে যায়। তার স্ত্রী জানান, মির্জা ফখরুল অসুস্থ তার নিয়মিত ওষুধ নিতে হয়। তিনি আশা করেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে (ফখরুল) বাসায় দিয়ে যাবেন আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।
Leave a Reply