অনলাইন ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামি সোমবার (২০ নভেম্বর) স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের পাঠানো বিবৃতি থেকে এসব তথ্য জানা গেছে।
বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব এমপি স্মারক সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল (মরণোত্তর) সাবেক এমপি ও বর্ষিয়ান রাজনীতিবিদ। বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দেলোয়ার (মরণোত্তর) সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.
ফখরুদ্দিন চৌধুরী সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, সাবেক যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে
অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম ১০ আসনের সাংসদ আলহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চু। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় যুব লীগের সাবেক উপ অর্থ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মো মুজিবুল হক, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি হাবিবুর রহমান হাবিব।
আগামি সোমবার (২০ নভেম্বর) বিকাল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
Leave a Reply