আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চুনতির মাহফিলে আমন্ত্রিত অতিথি

‘মাহফিলে সীরতুন্নবী (স.) নবী প্রেমিকদের মিলন মেলা’


অনলাইন ডেস্কঃ সীরাতুন্নবী (সা.) এর মাহফিল নবী প্রেমিকদের মিলন মেলা।

রবিবার (৮ অক্টোবর) চুনতির ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১২তম দিবসের আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন।

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি
কর্তৃক প্রবর্তিত এই মাহফিল চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি শাহ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত
করেছেন সাঈদুল ইসলাম, সাহাল মুহাম্মদ আশিক, ক্বারী মাওলানা আজিজুর রহমান, না’আতে রসূল (সা.) পরিবেশন করেছেন হাফেজ আহমদ সাদ, মুহাম্মদ মুস্তাকিম ছিদ্দিক, নজীবুল ইসলাম লবীব, শামিমুল ইসলাম।

পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবু তাহের নদভীর সভাপতিত্বে ও চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার
অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

আরও পড়ুন ‘সুসম্পর্ক ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন মুহাম্মদ (সা.)’

আজ মাহফিলে ‘সূরা তাকাসুরের তাফসীর ও শিক্ষা’ বিষয়ে আলোচনা করেছেন চট্টগ্রাম কদমতলী রওশন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইসমাঈল হানাফী, ‘মাযহাব অনুসরণের প্রয়োজনীয়তা ও হানাফী মাযহাবের বৈশিষ্ট্য বর্ণনা’ বিষয়ে আলোচনা করেছেন লোহাগাড়া রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা সাইয়্যেদুল আলম আরমানী, ‘কামিল মুর্শিদের পরিচয়, মুর্শিদে কামিলের প্রয়োজনীয় গুণাবলী’ বিষয়ে আলোচনা করেছেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, ‘কামিল মুমিনের পরিচয়, হাদীসের আলোকে ঈমানের শাখাসমূহের বিবরণ’ বিষয়ে আলোচনা করেছেন ঢাকা চকবাজার সিরাজুমমুনিরা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা তাসলিম আহমদ।

মাহফিলে বক্তারা বলেন, ‘১৯দিনের এই মাহফিলে সীরাতুন্নবী (স.) নবী প্রেমিকদের মিলন মেলা, আশেকে রাসুল খ্যাত হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল এতদঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মাহফিলের সুনাম ও সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে আন্তাজাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এটি এ অঞ্চলের ধর্মপ্রাণ তৌহিদি জনতার বৃহৎ মিলনমেলা হিসেবে পরিচিত। মাহফিলে দেশের বিখ্যাত আলেম-ওলামারা নির্ধারিত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে থাকেন বলে তাই লক্ষ লক্ষ জনতা এই মাহফিল শুরু হওয়ার অপেক্ষায় থাকেন।’

এসময় উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা
মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন, আলহাজ্ব ইসমাইল মানিক, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর