তথ্যমন্ত্রীর সঙ্গে ১৩ বিদেশি সাংবাদিকের সাক্ষাৎ


এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাসহ ১১টি দেশ থেকে বাংলাদেশ সফররত ১৩ জন সাংবাদিক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সফররত ১৩ সাংবাদিকের কাছে গণমাধ্যম খাতসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, হংকং, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্পেন, ভিয়েতনাম থেকে আগত সাংবাদিকরা ১৫ থেকে ডিসেম্বর থেকে বাংলাদেশ সফরের অংশ হিসেবে শীর্ষ দর্শনীয় স্থান ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, যা শেষ হবে ২০ ডিসেম্বর (মঙ্গলবার)।


Related posts

আজ পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম

Chatgarsangbad.net

‘সমাজে বেহায়াপনা ও অশ্লীলতা বেড়েই চলছে’

Chatgarsangbad.net

সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে রিয়াদ: সালমান

Chatgarsangbad.net

Leave a Comment