Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

ফলমণ্ডিতে ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেয়র


অনলাইন ডেস্কঃ নগরীর ষ্টেশন রোডের ফল মণ্ডিতে ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপনের জন্য আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সম্প্রতি চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও সাজিনাজ হসপিটালের সহযোগীতায় সমিতির কার্যালয়ে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মানুষের মৌলিক চাহিদার গুলোর মধ্যে চিকিৎসা সেবাও একটি। অত্র এলকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প ব্যাপক ভূমিকা রাখবে এবং চিকিৎসা থেকে বঞ্চিত মানুষ উন্নত চিকিৎসা পাবে। তিনি ফল ব্যবসায়ী সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

আরও পড়ুন পরিবেশবান্ধব প্রযুক্তিতে জ্বালানী শক্তি ব্যবহারে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি চসিকের

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাজিনাজ হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আলী আব্বাস খাঁন, সহ-সভাপতি হাজ্বী জালাল হোসেন, অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কাশেম চৌধুরী, প্রকাশনা সম্পাদক আয়াজ মিয়া, কার্যকরী সদস্য জুনাইদুল হক, ওমর ফারুক, তানবীর সওদাগর ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলী হোসেন আরিফ ও সাবেক সভাপতি জাকির হোসেন প্রমূখ।


Related posts

ওয়ালটনে চাকরি

Chatgarsangbad.net

মহেশখালীতে হাবীব-জয়নাল-কুদ্দুসের লড়াই, সরেছেন ২ প্রার্থী

Chatgarsangbad.net

সাতকানিয়ায় সাংবাদিককে হত্যার চেষ্টা

Chatgarsangbad.net

Leave a Comment