আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ান পেসার


স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের ইতিহাসে চমক দিলেন মালয়েশিয়ান পেসার সায়াজরুল ইদ্রাস। টি-টোয়েন্টিতে তিনি এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন। যা বিশ্ব রেকর্ড।

বুধবার (২৬ জুলাই) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই নজির গড়েন সায়াজরুল। ৪ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ৮ রান খরচায় নেন ৭ উইকেট। তার বোলিং তোপে মাত্র ২৩ রান ‍গুটিয়ে যায় প্রতিপক্ষ চীন। মালয়েশিয়া ৪.৫ ওভারেই ম্যাচটা জিতে নেয় ৮ উইকেটে।

সায়াজরুলের আগে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে ভালো বেলিংয়ের রেকর্ডটি ছিল নাইজেরিয়ার পিটার আহোর। ২০২১ সালের ২৪ অক্টোবর সিয়েরা লিওনের বিপক্ষে ম্যাচে ৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ৭ রানে ৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের দিপক চাহার।

সব মিলিয়ে মোট ১২জন বোলারের টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজির আছে। তবে সায়াজরুল ইদ্রাসের আগে ৭ উইকেট নিতে পারেননি কেউই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর