আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি


এসএসসি ও অন্যান্য পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৪তম খোশরোজ (জন্মদিন) শরিফ উপলক্ষে ৬ষ্ঠতম গাউসুল আযম মাইজভাণ্ডারী কনফারেন্স বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদশা চেয়ারম্যান ঘাটাস্থ হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মহল্লা কমিটির নিয়োগকৃত মানবতার সেবকদের আর্থিক অনুদান, স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব লায়ন এস. আশরাফুল আলমের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। প্রধান ওয়ায়েজিন ছিলেন বোয়ালখালী গোমদন্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ বক্তা ছিলেন বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও রাউজান বায়তুন নুর তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাহাব উদ্দীন মাইজভাণ্ডারী। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন আশরাফুজ্জামান আশরাফ, সৈয়দ মোরশেদুল ইসলাম মামুন, এস এম আসাদুজ্জামান, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রেজাউল করিম রুবেল, মোহাম্মদ মাকসুদুল আলম, এস এম জাবেদ হোসেন, ডা. মোহাম্মদ সামিউল করিম চৌধুরী প্রমুখ।

(প্রেস বিজ্ঞপ্তি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর