আগামীকাল রবিবার দেশে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ উইক’ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচার, বহির্বিশ্বে নতুন বাজারে রফতানিসহ এ শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে এই ইভেন্ট আয়োজন করা হচ্ছে।
উদ্যোগটি দেশের চলমান রিজার্ভ সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান। আজ শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের ভাবমূর্তির উন্নয়ন ও বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে সাত দিনব্যাপী এই আয়োজন। এ ধরনের আয়োজন এবারই প্রথম। করোনা পরিস্থিতি থেকে যে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এর মাধ্যমে সেটা বিশ্বের কাছে তুলে ধরব।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল রোববার মেইড ইন বাংলাদেশ উইকের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply