বুধবার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাধারণ জনগণের জন্য উন্মুক্ত হয়েছে স্বপ্নের মেট্রোরেল। রাজধানীর আগারগাঁও ও উত্তরা উভয় স্টেশনে বিপুলসংখ্যক যাত্রী উপস্থিত ছিলেন। সকাল ৮টার দিকে উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছাড়ে।
তবে উদ্বোধনের প্রথম দিনেই টিকেট কাটতে গিয়ে বিভ্রাটে পড়েন যাত্রীরা। স্টেশনের স্বয়ংক্রিয় 'টিকেট মেশিন' কাজ না করায় কাউন্টারে তৈরি হয় চাপ। 'যান্ত্রিক জটিলতা'র কারণে বৃহস্পতিবার সকালে আগারগাঁও স্টেশনের দ্বিতীয় তলার প্রধান ফটকও খুলেছে আধাঘণ্টা দেরিতে। এক যাত্রী অভিযোগ করেন, ‘২০ মিনিট ধরে আমি কাউন্টারে দাঁড়িয়ে আছি, উনারা টিকেট দিতে পারছেন না। মেশিনগুলো নষ্ট। কোথাও দেখা গেছে, মেশিনে টাকা দিলে টিকেট আসছে না আবার কোথাও টাকা দিলে টিকেটও আসছে, সেই সাথে আসছে বাড়তি টাকা।’ এমন নানা জটিলতার মধ্য দিয়ে প্রথম মেট্রোযাত্রার অভিজ্ঞতা হলো নগরবাসীর।
তবে, সমস্যা যা-ই হোক, মেট্রোযাত্রা উপভোগ করেছেন সবাই। যারা চড়েছেন- তারাও; যারা চড়েননি- তারাও। যারা আজ পারেননি তারা কাল বা পরশু ঠিকই চড়ে বসবেন স্বপ্নের মেট্রোরেলে।
তথ্যসূত্র: দেশ রূপান্তর