বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা


অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে চট্টগ্রামে আবারো ভারী বর্ষণ হতে পারে। লঘুচাপটি আগামিকাল বুধবার ১৩ সেপ্টেম্বরের মধ্যে সৃষ্টি হতে পারে বলে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর লঘুচাপটির কারণে সারাদেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী এবং বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে।

আজ রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আগামিকাল ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামসহ খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৪ তারিখ) দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Related posts

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

Chatgarsangbad.net

জেলহত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Chatgarsangbad.net

জসিম উদ্দীন আহমেদ চন্দনাইশ উপজেলা পরিষদে ষষ্ঠ চেয়ারম্যান

Chatgarsangbad.net

Leave a Comment