অনলাইন ডেস্ক
চট্টগ্রামে আন্দোলনকারী ও আওয়ামী লীগের কর্মসূচিতে নগরজুড়ে বিরাজ করছে ভীতিকর পরিস্থিতি। স্বাভাবিকের চেয়ে কম যান চলাচল।
রোববার (৪ আগস্ট) সকালে নগরীর নিউমার্কেট, সিনেমা প্যালেস, কোতোয়ালী, চেরাগী ও আন্দরকিল্লা ঘুরে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যায়। রাস্তায় গণপরিবহন ছিল কম। প্রতিটি মোড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
এদিকে রোববার ব্যাংক ও অন্যান্য অফিস খুললেও গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে চাকরিজীবীদের। নিউ মার্কেট মোড়ে ২৫ মিনিট অপেক্ষার পরও গাড়ি পাননি ব্যাংক কর্মকর্তা সাইদুস আনামের। তিনি আগ্রাবাদে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। সাইদুস আনাম বলেন, উভয় পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। অনেকটা হাতে জান নিয়ে বের হয়েছি। গতকাল থেকেই মনে ভয় ঢুকেছে। ২৫ মিনিট দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না।
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই বিজিবি ও সেনাবাহিনীর একাধিক গাড়ি নিউমার্কেট ও এর আশেপাশের এলাকায় টহল দিচ্ছে। এছাড়া প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পুলিশ।
Leave a Reply