চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে চকবাজারে নূর মোস্তফা টিনুর লিফলেট বিতরণ


 

নুরুল করিম রাশেদ:

নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে ১২ জুলাই ক্র্যাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। এসময় কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু বলেন, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু থেকে নিজে বাঁচুন ও অন্যকে বাঁচান।

চসিক মেয়রের নির্দেশে এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন বাড়ির নিচতলা ও ছাদ, এসির পানির ধারক, ফুলের টব, ডাবের খোসা প্রভৃতিতে পানি জমিয়ে না রাখার জন্য জনগণকে সচেতন করেন এবং এলাকায় বসবাসরত ভবন মালিক ও ভাড়াটিয়াদের ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। রেড ক্রিসেন্ট ও আরবান ভলান্টিয়ারের যৌথ টিমের মাধ্যমে চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকার নালা-নর্দমা, অলি-গলি ও আঙিনায় ওষুধ ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল হক মিন্টু, কাতালগঞ্জ আবাসিক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ব্যবসায়ী মো. নূরুন নবী, ওয়ার্ড সচিব মো. তারেক সুলতান, সুপারভাইজার মো. এহসান, বিপ্লব দে, ইসরুল হাসান, মো. আসমাইন, মো. আরিফ, মো. সাকিবুর রহমান, অনিক, রাশেদ, শাওন প্রমুখ।


Related posts

কক্সবাজার সদর উপজেলায় “কৃষকের বাজার” উদ্বোধন করেন ইউএনও

Chatgarsangbad.net

বরকলে বদিউল আলম শাহ (রঃ) হেফজখানা উদ্বোধন

Chatgarsangbad.net

বর্ষ সেরা সংগঠকের সন্মাননা স্মারক পেলেন নরেন সাহা

Chatgarsangbad.net

Leave a Comment