আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা


অনলাইন ডেস্কঃ কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মরদেহ। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। আজ শনিবার (২০ এপ্রিল) তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সর্বস্তরের মানুষ।

আরও ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এর আগে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এসময় সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহিদ মিনারে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি তার চোখ (কর্ণিয়া) সন্ধানীতে এবং দেহ বিএসএমএমইউতে দান করেছিলেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর