আজ ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে লাখ টাকা অর্থদণ্ড


বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাস মুন্সীরহাট ও গুনাগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় স্বপ্নীল সুপার মার্কেটের মালিককে ৪০ হাজার টাকা, গুনাগরী বাজারের গণি প্লাজার মালিককে ৫০ হাজার, বিক্রয় নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করায় স্বপ্নীল সুপার মার্কেটের আল রহমান কসমেটিকস ও জাহেদ কসমেটিকস ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার পরিচালনা করায় বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর