১৭ জুন পবিত্র ঈদুল আজহা


অনলাইন ডেস্ক

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১৭ জুন সোমবার। গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর বিডিনিউজের।

এদিকে ১৭ জুন ঈদ হবে ধরে নিয়েই ১৬ থেকে ১৮ জুন কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। তবে তার আগে দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় একটানা পাঁচদিন ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকুরেদের জন্য।

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করেন। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ১৫ জুন হবে হজ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।


Related posts

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

Chatgarsangbad.net

জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সাফল্য ঈর্ষণীয়: আইজিপি

Chatgarsangbad.net

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

Chatgarsangbad.net

Leave a Comment