চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় যুবসেনা ও ছাত্রসেনা বটতলী ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত


মুহাম্মদ আরফাত হোসেন:

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা ৪নং বটতলী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৬ মার্চ ( মঙ্গলবার ) তৈয়্যবিয়া তাহেরিয়া খানকাহ শরীফে যুবসেনা বটতলী ইউনিয়ন শাখার সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মো. আবুল হোসাইন। তিনি বলেন, ত্যাগ এবং আত্মশুদ্ধির মাস মাহে রমযান, এই মাসের তাৎপর্য এবং গুরুত্ব অনুধাবন করতে না পারলে পরিশ্রম বৃথা যাবে, তাই মহান আল্লাহর সন্তোষ্টি অর্জনে সিয়াম সাধনা, কুরআন তেলাওয়াত, জিকির দরুদ শরীফ ও নফল ইবাদাত বন্দেগীর মাধ্যমে রহমত, মাগফেরাত ও নাজাত প্রার্থনা করার বিকল্প কোন পথ নাই।

এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ- সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম, উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মাও. মনির আহমদ আনোয়ারী। মো. হুমায়ুন কবির ছোটনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, কাতার প্রবাসী মো. শহীদুল্লাহ কায়ছার, পশ্চিম আনোয়ারা শাখার সহ- সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, যুবসেনা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, ছাত্রসেনা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু ছালাম, আইন সম্পাদক মো. রায়হান উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট নেতা গাজী কমুর উদ্দীন, ডা মো. শাহাব উদ্দিন, বটতলী ইউনিয়ন গাউসিয়া কমিটির সহ- সাধারণ সম্পাদক এস এম জিয়াউল হক, মো. বেলাল উদ্দিন, আহমদ উল্লাহ রায়হান, আবদুল মাবুদ সাগর, ওমর ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ।


Related posts

রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশ সমিতি-ঢাকার উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন 

Chatgarsangbad.net

অপরাজনীতির করতে গিয়ে অবরুদ্ধ বিএনপি: মেয়র রেজাউল

Chatgarsangbad.net

Leave a Comment