চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীতে গত ২৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী জ্বালা কুমারী মায়ের পূজা ও শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণে ২৭ তম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজন মধ্যে ছিলো শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বাদশ প্রহরব্যাপী অখন্ড তারকাব্রক্ষ মহানামযজ্ঞ।
এতে প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অধিবাস এর উদ্বোধন করেন ঢাকা রমনা কালী মন্দির এবং জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা মিলন শর্মা। ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন মাইকেল দাশ এবং সঞ্চালনা করেন সুমন দে ও উদয়ন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন পলাশ চৌধুরী, স্বপন দে, শুভদীপ চক্রবর্তী,তপন বিশ্বাস,টিংকু বিশ্বাস,সাগর শীল,শুভ চৌধুরী,বাবলু দে, পংকজ বিশ্বাস, জুয়েল চৌধুরী, অপু চোধুরী, আকাশ, রানা দাশ ঋত্বিক দাশ (সানি), কৃষাণ শীল, অভি দে, জয় দে, টিটু সরকার, ঋষিক দাশ রেনি প্রমুখ।
Leave a Reply