Hom Sliderবাংলাদেশ

চন্দনাইশে ‘চশমা পরা হনুমান’ উদ্ধার, পাচারকারীর কারাদণ্ড


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ পাচার হওয়ার সময় যাত্রীবাহী এস.আলম বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি চশমা পরা হনুমান উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এসময় হনুমানটি পাচারের কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে বাসটির আটক হয়েছে চালক মো. জসীম উদ্দীন (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া পেট্রল পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

আটক মো. জসীম উদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন চাটগাঁর সংবাদকে জানান, ‘বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বাসটিকে থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় চালকের আসনের পেছনে বাসের ব্যাটারি বক্স এর ভিতর থেকে মহা বিপন্ন প্রজাতির চশমা পড়া হনুমানটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জসীম উদ্দীন স্বীকার করেছে যে, সে টাকার বিনিময়ে ঢাকার এক ব্যক্তির কাছে মহাবিপন্ন প্রজাতির চশমা পরা হনুমানটি পৌঁছে দেওয়ার চুক্তি করেছিলো। মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, ‘চশমা পরা হনুমান’ সাধারণ হনুমানের চেয়ে আকারে ছোট, কালচে ও মেটে বাদামি রঙের এবং লেজ শরীরের চেয়ে বড়। চোখের চারদিকে সাদা লোমে আবৃত থাকায় দেখে মনে হয় হনুমানটিকে চশমা পরিয়ে রাখা হয়েছে। স্থানীয়ভাবে এ হনুমানকে ‘চশমা পরা হনুমান’ বলা হয়ে থাকে।


Related posts

শিবগঞ্জের তরুণ সমাজ সেবক হিসেবে কাজ করছেন শরিফুল ইসলাম

Chatgarsangbad.net

বাংলাদেশ এখনও বিপদ মুক্ত নয়: অধ্যাপক সৈয়দ আনোয়ার

Chatgarsangbad.net

নগরের ডিসি হিলে বর্ষবরণ উৎসব

Chatgarsangbad.net

Leave a Comment