একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। রোববার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ ফিলিস্তিনি।

এ ছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও ২০ জন।

আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি। এ ছাড়া গত সপ্তাহ থেকে পশ্চিমতীরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

বিপরীতে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি। শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেলআবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরাইল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।


Related posts

১৯টি হলুদ কার্ড দেখানো সেই রেফারিকে অব্যাহতি দিলো ফিফা

Chatgarsangbad.net

ওয়াসার এমডি’র পদত্যাগের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও

Chatgarsangbad.net

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment