আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


দিদারুল আলম (দিদার): 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গতকাল ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখায় অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ড শাখার ম্যানেজার মনজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। তিনি বলেন ইসলামী ব্যাংক ৪০ বছর অতিক্রম করেছে আজ । এই ব্যাংক দেশের ব্যাংকিং জগতের সেরা ব্যাংক । ব্যাংকটির সফলতা সবার শীর্ষে। সম্প্রতি সময়ে ব্যাংক নিয়ে কিছু মানুষ দেশের অর্থনীতিকে ধ্বংস করতে অপপ্রচার চালিয়েছে কিন্তু ইসলামী ব্যাংক আবারও ঘুরে দাঁড়িয়েছে। গ্রাহকরা লেনদেন শুরু করেছে। এ ক্ষেত্রে গ্রাহকদের ভূমিকা প্রশংসা করার মত। তিনি ব্যাংকের ৪০ বছর ফূর্তিতে সকল গ্রাহক , অফিসার ও পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান।

ব্যাংকের জিবি ইনচার্জ কফিল উদ্দিন এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার আরবী প্রভাষক ম্ওালানা মুহাম্মদ আনোয়ার হোসাইন । তিনি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষদের সুদের মত একটি গুনাহ্ থেকে আমাদেরকে বাঁচিয়েছে। ইসলামী ব্যাংককে অনুকরণ করে এখন দেশে ১০টি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকসহ প্রায় ৩৪টি ব্যাংক শাখা ও উইনডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার,সেক্রেটারী মোহাম্মদ বেলাল হোসেন,যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অফিসার মোঃ আব্দুল হান্নান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরডিএস অফিসার মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাসান গোমস্ত জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম।

বক্তারা বলেন – ইসলামী ব্যাংক আজ সাফল্য ও অগ্রগতির ৪০ বছর অতিক্রম করেছে। এ ব্যাংকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক এবং দেশের ব্যাংকিং খাতে এ ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নীত। এ ব্যাংক জাতীয় উন্নয়নের গর্বিত অংশীদার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর