Hom Sliderবাংলাদেশ

ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু


চাটগাঁর সংবাদ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এ বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস ও মো. আলতাফ হুসাইন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অল্টারনেটিভ ব্যাংকিং উইংপ্রধান মিজানুর রহমান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এ সময় মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের ফলে ও বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের মধ্যে ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। মানুষ এখন ব্যাংকের শাখায় না গিয়ে এ ধরনের লেনদেনে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমাদের বিকল্প ব্যাংকিং সেবা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে চলেছে। তিনি গ্রাহকদের মাঝে অ্যাপভিত্তিক লেনদেন সেলফিন, আই ব্যাংকিং, এটিএম, সিআরএম, পিওএস মেশিন, কিউআর মার্চেন্ট, ক্যাশ বাই কোড, মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান। —বিজ্ঞপ্তি

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

রাউজানে ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই

Saddam Hossain

সারা দেশে রবি ও সোমবার গণতন্ত্র মঞ্চের অবরোধের ডাক

Chatgarsangbad.net

ফটিকছড়ির বিবিরহাটে দুই ফার্মেসিকে অর্থদণ্ড

Chatgarsangbad.net

Leave a Comment