আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চুনতি সীরত মাহফিলে আমন্ত্রিত অতিথিদের একাংশ

‘একমাত্র ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে’


অনলাইন ডেস্কঃ মাওলানা আবরার হোছাইন আসহাবি বলেছেন, একমাত্র ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। সোমবার (৯ অক্টোবর) চুনতির ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১৩তম দিবসে ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ বিষয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত এই মাহফিল চট্টগ্রাম লোহাগাড়ার চুনতি শাহ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আজকের মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেছেন মুহাম্মদ ইয়াছিন আরফাত, হাফেজ মুহাম্মদ হুমায়ুন কাদের, হাফেজ মাওলানা মুহাম্মদ শাকিল। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন এরফানুল হক, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, আমিম আল এহসান তানভীর, এস.এম.জামী।

ফটিকছড়ি নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা সালাহ উদ্দিন নানুপুরির সভাপতিত্বে ও চুনতি হাকিমিয়া (অনার্স মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম মারছা গ্রুপের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মর্তুজা।

আজ ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও মানবতার মহান বন্ধু মুহাম্মদ (সা.)’ বিষয়ে আলোচনা করেছেন চন্দনাইশ জাফরাবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) আলহাজ্ব মাওলানা ইউসুফ বিন নূরী, ‘দ্বীন ইসলামের সংস্কারে মুজাদ্দেদে আলফে সানী (রহ.) এর অবদান’ বিষয়ে আলোচনা করেছেন চট্টগ্রাম পতেঙ্গা দায়েম নগর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শরিয়ত
উল্লাহ জিহাদী, ‘কিয়ামতের দিন আরশে আজীমের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত
ব্যক্তিগণের গুণাবলী বর্ণনা’ বিষয়ে আলোচনা করেছেন ঢাকা চকবাজার শাহী জামে
মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মিনহাজ উদ্দিন।

মাওলানা আবরার হোছাইন আসহাবি বলেন, ‘সত্যিকার অর্থেই ইসলাম নারীকে ক্ষমতা দিয়েছে এবং সম্মানিত করেছে। নারীকে ইসলাম অধিকার দিয়েছে। সেগুলো ব্যাখ্যা করার আগে ‘আইডিওলজিক্যাল ফাউন্ডেশন’-এর নতুন ভিত্তি যেটা হতে পারে, সে প্রসঙ্গে কিছু কথা বলছি। মহান আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআন-হাদিসে মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমার প্রতিপালক আদেশ জারি করেছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা-বাবার সঙ্গে সদাচরণ করো, আরো অনুধাবন
করা যায় যে ইসলাম নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার প্রতি কতটা গুরুত্ব দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম. মাহাবুবুল হক, মাওলানা অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, শাহজাদা আসমা উল্লাহ ইমরাত, প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর