আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

খাতুনগঞ্জে এলাচ-চিনি বিক্রিতে অনিয়ম, কড়া অবস্থানে ভ্রাম্যমাণ আদালত


অনলাইন ডেস্কঃ খাতুনগঞ্জে এক হাজার ৪৫০ টাকার এলাচ বিক্রি হচ্ছিলো তিন হাজার ১০০ টাকায়। এই অপরাধে এক আমদানিকারককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চিনি কেনার রসিদ দেখাতে না পারায় দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজারসহ তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১০ মার্চ) দুপুরে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। এ সময় চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি চিনি বিক্রয়কারী প্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজকে ৩০ হাজার, নাবিল গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কেনা দামের দ্বিগুণের বেশি বিক্রি করায় এলাচের সবচেয়ে বড় আমদানিকারক এ বি ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন, প্রকার অনুযায়ী ১৬০০ থেকে ২০০০ টাকার বেশি এলাচ বিক্রি করবেন না

আরও পড়ুন খাতুনগঞ্জের ব্যবসায় মন্দা

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কয়েক দিন আগে এস আলম সুগার মিলে অগ্নিকাণ্ডের পরে খুচরা বাজারে চিনির দাম কেজিপ্রতি পাঁচ-সাত টাকা বেড়েছে। তবে পাইকারি বাজারে স্থিতিশীল আছে। রমজানে যেন চিনির পাইকারি ও খুচরা বাজার দুটোই স্থিতিশীল থাকে, সেজন্য রবিবার অভিযান চালানো হয়েছে। চিনি বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজ ও নাবিল গ্রুপের কাছে কেনার রসিদ ছিল না। এ কারণে তারা কত টাকায় কিনছেন বা বিক্রি করছেন তা আমরা জানতে পারছি না। একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগে চিনির দাম বাড়িয়ে ফেলছেন। এজন্য সতর্কতামূলক দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৩০ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অভিযানে এ বি ট্রেডার্সের এলসি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি কেজি এলাচ আমদানি করতে ট্যাক্স ও অন্যান্য খরচসহ ১৪৫০ টাকা পড়েছে। কৃষি বিপণন আইন অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৫ শতাংশ লাভ করলে দাম ১৬০০-১৭০০ টাকায় থাকার কথা। তবে ওই প্রতিষ্ঠানে এলাচ বিক্রি করেছিল ৩১০০ টাকায়। এ কারণে প্রতিষ্ঠান প্রধানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রকার অনুযায়ী ১৬০০ থেকে ২০০০ টাকার বেশি এলাচ বিক্রি করবেন না।’

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর