আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরীর চান্দগাঁও থানাধীন সি এন্ড বি রাস্তার মোড়, গ্লাস ফ্যক্টরী চত্বরে জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পঅঞ্চল শাখার উদ্যেগে মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে একটা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ কালুরঘাট শিল্পাঞ্চলের সভাপতি এস ,এম আলী আকবর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শফর আলী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চলের সহসভাপতি এস,এম আনোয়ার মির্জা, সংগঠনের সহ সভাপতি মোঃ আখতারুজ্জামান।

সভাপতি এস এম আলী আকবর বলেন, ২১ ফেব্রুয়ারি তথা ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ধ্রুবতারার মত আমাদের পথপ্রদর্শক।একুশের চেতনায় বলিষ্ঠ হয়ে আমরা সমস্ত বিভ্রান্ত থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ার সংগ্রামের ব্রতী। বক্তব্যে প্রধান অতিথি সহ-সভাপতি শফর আলী বলেন, মাতৃভাষা মা ও মাতৃভূমির মতই আমাদের বড় প্রিয়- তাই এদের উপর যখন আঘাত আসে, তখন আমরা সর্বশক্তি দিয়ে তাকে প্রতিহত করি। কারণ মাতৃভাষা নিঃশ্বাস বায়ুর মত আমাদের মানবিক সত্তার এক অপরিহার্য অংশ। তাকে অমর্যাদায় দূরে রেখে আমরা কখনও সুস্থজীবন গড়ে তোলার আশা করতে পারি না।

কালুরঘাট শিল্পাঞ্চলের সহসভাপতি এস,এম আনোয়ার মির্জা বলেন, বীর বাঙালি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে আদায় করে নিল মাতৃভাষা তথা প্রাণপ্রিয় বাংলাভাষার প্রাপ্য মর্যাদা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের সেই রক্তস্বাক্ষরিত দিন বলেই আমাদের জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারির বড় তাৎপর্য রয়েছে। সভায় সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান বলেন, একুশে ফেব্রুয়ারির আগে দেশ ছিল কিন্তু স্বদেশ ছিল না, একুশে ফেব্রুয়ারি আমাদের ভূমিকে আমাদের মাতৃভূমি করল। একুশে ফেব্রুয়ারিতে মুখের ভাষার জন্য রক্তদানের মুহূর্ত থেকে আমরা মাতৃভাষা ও স্বদেশকে খুঁজে পেলাম- আমরা নিজেদের একটি জাতি হিসেবে চিনতে পারলাম, আমরা জানলাম যে আমরা গর্বিত বাঙালি, বাংলা আমাদের নিজস্ব ভাষা, বাংলা আমাদের দেশ।

জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চল’র সহসভাপতি গুলজার হোসেন নয়ন বলেন, মহান একুশের চেতনায় জাগ্রত বাংলার মানুষ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে এসব ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করে দেশের আর্থসামাজিক বিকাশ বেগবান রাখবে-এই হোক এবারের একুশের অঙ্গীকার।

আলোচনা শেষে মোঃ জামাল উদ্দিনকে সভাপতি এবং মোঃ নেছার উল্লাহ্কে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম চান্দগাঁও থানা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক (কালুরঘাট শিল্পঅঞ্চল ) মোঃ শহীদুল ইসলাম দুলাল।

বক্তব্য রাখেন, মোঃ সালাউদ্দিন, মোঃ শাকের, জোহরা বেগম, বিশিষ্ট নারী নেতৃত্ব সিরাজুননূর বেগম, ইউনি লিভারের কর্মরত মোঃ শামসুদ্দিন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহম্মেদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আহম্মেদ নবী, ইউনি লিভারে কর্মরত বিশিষ্ট শ্রমিক নেতা জামাল উদ্দিন, সিবিএ’র নেতা দিদারুল আলম, এমরান হোসেন সুমন, আব্দুস সালাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর