অনলাইন ডেস্কঃ খ্রিষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, চট্টগ্রাম আর্চডায়সিস এর সেমিনার আগামি ১২ জুন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি সংগঠনটির সমন্বয়কারী মি. এমরোজ গোমেজের তত্ত্বাবধানে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সেমিনার বাস্তবায়নে নিম্নলিখিত বিষয়সমূহে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে খ্রীষ্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
(১) সেমিনারটি চট্টগ্রাম আর্চডায়সিস ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী এডিপি এর যৌথ উদ্যোগে আয়োজন করা হবে। (২) সেমিনারের স্থান হবে হোটেল সৈকত। (৩) সকল ব্যয়ভার ওয়ার্ল্ডভিশন বহন করবে এবং গেস্ট, বক্তা বা আলোচক, সকল আমন্ত্রণ আর্চডায়সি এর কমিশন দায়িত্ব নিবে। (৪) রেজিষ্ট্রেশন, লজিস্টক সকল বিষয় কমিটি ব্যবস্থা করবে। (৫) ডিজিটাল ব্যানার হবে।
Leave a Reply