আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে দুর্গাপূজাকে সামনে রেখে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীল জয়সওয়াল গতকাল শুক্রবার এক মিডিয়া ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত সরকার আশা করে, বাংলাদেশ কর্তৃপক্ষ যেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রণধীর জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। তিনি বলেন, আমরা একাধিকবার, এমনকি সর্বোচ্চ পর্যায় থেকে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে থাকে। আমি আশা করছি তাদের সরকারে সেই নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজায় কোনো অনাকাঙ্খিত ঘটনা আমাদের কাম্য নয়। এই আয়োজন খুশির বার্তা নিয়ে আসে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর