চট্টগ্রাম

জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সকালে এ উপলক্ষে মাদ্রাসার অডিটোরিয়াম হলে আলোচনা সভা অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ ড. সাইফুল আলম। উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মচরীবৃন্দ। এসময় বক্তরা বলেন, মহান স্বাধীনতা জন্য যাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন তাদের গৌরবময় ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁর বক্তব্যে বলেন – স্বাধীনতার যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের প্রতি তাঁদের ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। তরুণ প্রজন্ম ও আমাদের ছাত্রীদেরকে স্বাধীনতার সত্য ও নির্ভরযোগ্য ইতিহাস জানাতে হবে। একজন সত্যিকার আদর্শ শিক্ষক পারেন জাতিকে সঠিক ও নির্ভরযোগ্য ইতিহাস তুলে ধরতে। তাই আমাদেরকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান। পরে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।

 


Related posts

চন্দনাইশে প্রথম অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে টায়ার পুড়িয়ে কালোতেল তৈরি, পরিবেশ দূষণ

Chatgarsangbad.net

সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যু, হাটহাজারীতে অবরোধ

Saddam Hossain

Leave a Comment