চট্টগ্রাম

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


সাতকানিয়া প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী।

দেশে নারীনেতৃত্ব সম্প্রসারণ ও স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সম্পন্ন হবে। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ আজ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এটা আরও একটা বিজয়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক জয়নাল আবেদীন ও মুহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জয়নাল আবেদীন, রুহুল কাদের, নুরুল আমিন, মফিজুল হক, কলেজ ছাত্রী নায়লা বিনতে আলম, জান্নাতুল আফরাইম, সৈয়দা নাহিয়ান, কহিনুর আকতার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও স্মার্ট বাংলাদেশ রূপায়ন বিষয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Related posts

চন্দনাইশে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চবি ভর্তিচ্ছুদের জন্য বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রী বাস সার্ভিস

Chatgarsangbad.net

চন্দনাইশে অগ্নিকাণ্ডে মুদি দোকানের গোডাউন, দোকান ও বসতঘর পুড়ে ছাই

Saddam Hossain

Leave a Comment