আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী উচ্চ বিদ্যালয়

দোহাজারী উচ্চ বিদ্যালয়: ৩ তলা একাডেমিক ভবনের উদ্বোধন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে একতলা একাডেমিক ভবনের উপর তিনতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) সকালে এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুশিক্ষিত জাতি গঠনে একজন শিক্ষত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। সন্তানের বাবারা তাদের খাবারের যোগাড় করতে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় বিধায় তাদের পক্ষে সন্তানের লেখাপড়া তদারকি করা সম্ভব হয় না। একজন সুশিক্ষিত মায়ের উপস্থিতি সন্তানের জীবনে পূর্ণতা আনে। দেশের অগ্রগতি ও সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও যথেষ্ঠ অবদান রয়েছে। তাই একজন আদর্শ মা-ই হতে পারেন আদর্শ জাতি গঠনের প্রেরণা। টাকা-পয়সা, বাড়ি-গাড়ি কিংবা সোনা-গয়না নয় বাবা-মায়েদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের সন্তান। তারা কোথায় যায়, কি করে, কার সাথে মিশে এসব তদারকি করা বাবা-মায়েদের দায়িত্ব। এক্ষেত্রে একজন আদর্শ মা-ই পারেন সন্তানের সুপ্ত মনোবৃত্তির বিকাশ ঘটিয়ে একটি কলহমুক্ত পরিবার, অপরাধবিহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত আদর্শ জাতি উপহার দিতে।”

সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, “শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়। বছরের প্রথম দিন নতুন বই, উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার মান বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম-১৪ সংসদীয় এলাকার প্রায় প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বাকিগুলোতে অল্প সময়ের মধ্যে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া একতলা ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রূপরেখা পরিবর্তন হয়েছে। শিক্ষার মাণও বেড়েছে।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মো. হাছান আলী ও ভানুশ্রী ঘোষের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাফর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দে, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সহ-সভাপতি এসএম জামাল উদ্দিন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান বেগ, বিদ্যালয়টির শিক্ষানুরাগী সদস্য নবাব আলী, অভিভাবক সদস্য আনিসুর রহমান, দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ, জাফর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, সমাজ সেবক নুর মোহাম্মদ চৌধুরী, শিক্ষক মৌলানা মহসিন আজাদী, বিকাশ কান্তি দাশ, রাবেয়া বেগম, আবুল হাশেম চৌধুরী, ইসমাইল চৌধুরী, স্বপণ কুমার বড়ুয়া, শহিদুল আলম, আমিনুল ইসলাম, সনাতন নাথ, লিটন নাথ, নাসির উদ্দীন, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান, প্রধান শিক্ষক গোপাল ঘোষ, আওয়ামী লীগ নেতা এরশাদুর রহমান সুমন, বন্ধন বড়ুয়া, ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন মোহাম্মদ মানিক, সিরাজুল কাফি চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ওয়াজেদ খান ও ফারহান নাবিদ। এছাড়া শিক্ষক মাধবী লতা দাশের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি দল সঙ্গীত পরিবেশন করে এবং স্কাউট শিক্ষক জিল্লুর রহমান মো. আলমগীরের নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট দল প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর