আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়াসহ আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


আহসান উদ্দীন পারভেজ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ জুলাই (রবিবার) গণভবন থেকে ভার্চ্যুয়ালি সারাদেশে পঞ্চম ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মডেল মসজিদ উদ্বোধন করেন। মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ ওযু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।

সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেল এএসপি শিবলী নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, জেলা পরিষদের সদস্য এরফানুল করিম।

চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, কেওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, মাদার্শা ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, আমিলাইশ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী, সেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নভাব রকিব ও আনোয়ার প্রমূখ।

এছাড়া মসজিদে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা ও ইসলামিক কনফারেন্স রুম থাকবে। সাংস্কৃতিক কর্মকান্ড এবং ইসলামী দাওয়াত, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সাথে দেশী-বিদেশী অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর