আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আউটার রিং রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে যুবক ও তরুনদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

শুক্রবার ৬ জানুয়ারি বিকাল ৪টায় উভয় টিমের সাথে পরিচয় বিনিময়ের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, সাবেক ফুটবলার মাহাবুব এলাহি,সমাজ সেবক মোঃ আইয়ূব আলী,মোঃ হাছি মিয়া,এম.এ হাসান, সাবেক ফুটবলার উত্তম মহাজন নব, লুৎফুর রহমান,মোঃ হারুন উর রশিদ, টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মিজানুর রহমান, দেলোয়ার হোসেন , মোঃ আসলাম , মোঃরাসেল, ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা।
খেলা পরিচালনা করেন রেফারী মোঃ হারুন, সহকারী আঃকাদের, এস,এম তারেক,৪র্থ রেফারী মোঃ তামিম। উদ্বোধনী দুটি খেলায় প্রথমে রুবেলের দেয়া গোলে এলিট ফোর্স-দিগন্ত একাদশ কে হারায় এবং দিনের ২য় দেলোয়ার ওয়ারির্স-প্রিয়াম একাদশ২-২ গোলে ড্র হয়েছে। গোলদাতা হচ্ছে রাহাত হাসান২টি এবং দেলোয়ার,দীপু ১টি করে গোল করেন। আগামী শুক্রবার বিকেলে পরবর্তী আরো ২টি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধন কালে অতিথিরা বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আনতে হলে এই ধরনের ফুটবল মিলন উৎসব অতি প্রয়োজন। বর্তমান প্রজন্মদের ক্রীড়া চর্চায় মননিবেশ আবশ্যক। এই অঞ্চলের ক্রীড়া বিনোদন কে আরো উজ্জ্বল করতে সাবেকদের এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন পরে এই ফুটবল উৎসবে হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক মাঠে চর্তুরদিকে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর