লোহাগাড়ায় বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৮ জুন) বিকালে উদ্ধোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। প্রতিযোগিতা উদ্বোধন করেছেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এরফানুল করিম চৌধুরী।

উদ্বোধনী ম্যাচে আধুনগর ইসালামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ফুটবল টিমকে ৩-০ গোলে হারিয়েছে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ফুটবল টিম একাদশ। অপরদিকে ২য় খেলায় ট্রাইব্রেকারে চুনতি কামিল মাদ্রাসা ফুটবল একাদশকে ৪-৫ গোলে হারিয়েছে বার আউলিয়ার বিশ্ববিদ্যালয় কলেজ ফুটবল টিম একাদশ।

আরও পড়ুন লোহাগাড়ায় চেয়ারম্যান খোরশেদ ভাইস চেয়ারম্যান মামুন ও জেসমিন

উদ্বোধনী খেলায় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে শামসুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শহীদুল কবির সেলিম, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, এ.কে.এম ফজলুল হক, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ, মো. ফারুক হোসাইন, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শরফুল কবির সেলিম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, উপজেলা বি.আর.ডি.বি এর সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন মেম্বার, হক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও ক্রীড়াবীদ মো. মোজাফ্ফর প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার মোট ৪টি কলেজ-মাদ্রাসার ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ১০ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


Related posts

সড়কে দুর্ঘটনা থেকে বাঁচতে জেনে নিন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালের অর্থ

Chatgarsangbad.net

সৈয়দ ফজলুর রহমান (ক.) হাফেজনগরী মাইজভাণ্ডারী এর ৯২তম মহান ওরশ শরীফ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

সাউদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Chatgarsangbad.net

Leave a Comment