আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রফেসর ডা. মোঃ আব্দুল কাদের
কাঞ্চনা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রফেসর ডা. মোঃ আব্দুল কাদের

যে দেশে গুণীর কদর হয় না সেখানে গুণীজন জন্মায় না


কাঞ্চনা সমিতির প্রতিষ্ঠাতা বার্ষিকীতে প্রফেসর ডা. মোঃ আব্দুল কাদের

কাঞ্চনা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য প্রচেষ্ট চালিয়ে যাওয়া, পিছিয়ে পড়া, ঝড়ে পড়া শিক্ষার্থীদের উন্নতির লক্ষ্যে মান সম্মত শিক্ষার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন সচেতন জনগণ হিসেবে আমাদের আরো আন্তরিকভাবে তদারকি ও খেয়াল রাখতে হবে। প্রয়োজনে এ সমিতির উদ্যেগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক অভিভাকদের নিয়ে মত বিনিময় করতে হবে।

ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ। এই মনুষত্বের বিকাশ সাধন সবচেয়ে মানবিক কর্তব্য। যে দেশে গুণীর কদর হয় না সেখানে গুণীজন জন্মায় না গত ২৭ মে শনিবার চকবাজর সিস্টেম প্রপার্টিস’র মিলনায়তনে চট্টগ্রামস্থ কাঞ্চনা সমিতির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী, গুণীজন সংবর্ধনা মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যপক ডা. মোঃ আব্দুল কাদের এসব কথা বলেন। শুভাশীষ শর্মা (পলাশ) এর সঞ্চলানায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র মোঃ আবুল বশার, সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ এয়াকুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ-হাসপাতালের অধ্যাপক ডা. কাজী মনোয়ারুল করিম বাবর, চট্টগ্রাম মেডিকেল কলেজ-হাসপাতাল এর অধ্যাপক ডা. সত্যজিৎ ধর, বি,টি,সি,এল এর সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী হাফেস আহামদ, ডাক্তার ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ’র অধ্যাপক মোহাম্মদ আবু মোহসেন, রাউজান গহিরা কলেজে’র অধ্যাপক অ হ ম মামুন অর রশীদ ও অধ্যাপক রুহী সপদার।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হারুন-উশ-শহীদ, ইঞ্জিনিয়ার নুরুল আলম, আব্দুল মাবুদ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন কাঞ্চনা সমিতির চট্টগ্রাম শহরে বসবাসরত দুই শতাধিক আজীবন সদস্য, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী ও কাঞ্চনা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর