আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিত্রাংয়ে ফসলের ক্ষতি

দেশের ৩১ জেলায় সিত্রাংয়ে ফসলের ক্ষতি ৩৪৭ কোটি টাকা


ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। মোট ক্ষতির পরিমাণ ৩৪৭ কোটি টাকা। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে পানের বরজে ১৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ সোমবার ডিএই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএই জানায়, ঘূর্ণিঝড়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, যা ওইসব জেলার মোট ফসলি জমির শূন্য দশমিক ৪০ শতাংশ। মোট ক্ষতির পরিমাণ ৩৪৭ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দেড় লাখ কৃষক। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আমন ৫ হাজার ৬০০ হেক্টর, সবজি ২ হাজার ৮০০ হেক্টর এবং পানবরজ রয়েছে ৮৮ হেক্টর।

প্রসঙ্গত, ২৪ অক্টোবর দেশের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকাসহ দেশের মোট ৩১টি জেলার আমন ধানের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অন্তত ১৫ জেলায় সিত্রাংয়ের কারণে ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়েও জোয়ারের সময় পানি ঢুকেছে অনেক এলাকায়। প্লাবনে ভেসে গিয়েছে গবাদিপশু, মাছের ঘের, ধান আর সবজিক্ষেত।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর