চাটগাঁর সংবাদ ডেস্কঃ
সাতকানিয়া মির্জাখীল চৌধুরী পাড়ার রফিক আহমদ মিয়াজী (৯০) হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (চমেবি) বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি নিজ বাড়িতে পরিবারের নিবিড় পরিচর্যায় রয়েছেন।
সম্প্রতি চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও সাতকানিয়া মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী তাঁকে হাসপাতালে দেখতে যান। এসময় তিনি উনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন পাড়ার জামে মসজিদের দায়িত্ব পালন করেন। ফোরকানিয়া মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের আরবী শিক্ষাসহ সমাজে সেবা প্রদান করেন।