চট্টগ্রাম

আইআইইউসির আইন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত


আইআইইউসির আইন বিভাগের উদ্যোগে ‘ ট্রায়াল অ্যাডভোকেসী অব ক্রিমিনাল কেইস ’ শীর্ষক এক কর্মশালা ১০ জুন ফিমেল একাডেমিক জোনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনজুর হোসেন পাটোয়ারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার। কর্মশালার উদ্দেশ্য ছিল ফৌজদারী মামলার বিচারের পদ্ধতিগুলি এবং পরিচালনার দক্ষতা অর্জন করার জন্য শিক্ষার্থীদের একটি সম্পূর্ণ ধারণা প্রদান করা।

কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ মামলা বিচারের বিভিন্ন কৌশল হাতে কলমে শেখার সুযোগ লাভের পাশাপাশি আইনের বাস্তবিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেছেন। ফারজানা আক্তার বিচারক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন এবং ফৌজদারী মামলার গুরুত্ব, কার্যকারিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর ‘অ্যাডভোকেসি’র ভূমিকা তুলে ধরেন।

সভাপতিত্ব করেন ফিমেল বিভাগের কো–অর্ডিনেটর ও সহকারী অধ্যাপিকা সুফিয়া খানম। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম এবং সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন। কর্মশালা সঞ্চালনা করেন অধ্যাপিকা তাসলিমা খানম। প্রেস বিজ্ঞপ্তি।


Related posts

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Mohammad Mustafa Kamal Nejami

কালুরঘাটে সিএনজি টেম্পুর ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Chatgarsangbad.net

বায়েজিদের আমিন কলোনিতে আগুন, শতাধিক ঘর-বাড়ি পুড়ে ছাই

Chatgarsangbad.net

Leave a Comment