আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসি’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

আইআইইউসি’তে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান উদযাপিত


চাটগাঁর সংবাদ ডেস্কঃ  বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান উদযাপিত করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বুধবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেরি সোসাইটি (মেইল) এর ৪৬তম ব্যাচের নবীনবরণ উৎসব ও ৩৮তম ব্যাচের বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠান সম্পন্ন হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বেলা ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এসোসিয়েট প্রফেসর ডক্টর মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র বোর্ড অফ ট্রাস্টিজ-এর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত ডীন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ডায়ালগের ডিরেক্টর মোহাম্মদ সরওয়ার আলম। ড. আজিজুল হক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্নমুখী কার্যক্রমে জড়িত হয়ে নিজেদের বিকশিত করার উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের শুভসূচনা করেন।

এসময় শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের একটি আদর্শ জীবন গঠনের জন্য উৎসাহিত করেন এবং নবীনদের ইংরেজি ভাষার গুরুত্ব এবং কর্মজীবনে উচ্চশিক্ষার গুরুত্ব বর্ণনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, অ্যাসোসিয়েট প্রফেসর সাজ্জাদুল করিম, তাজ উদ্দীন, এলস’র এসিস্ট্যান্ট প্রফেসর ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ উদ্দীন খালেদ, এসিস্ট্যান্ট প্রফেসর ও ট্রেজারার আবু সালেহ নিজাম উদ্দীন, এসিস্ট্যান্ট প্রফেসর আবসার উদ্দীন, মো. মোরশেদুল আলম, আমির মোহাম্মদ খান প্রমুখ। শিক্ষকবৃন্দের বক্তৃতা শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ব্যাচের এজিএস এবং সিআর হাসনাত তানভীর। শিক্ষকদের সাথে তার অতুলনীয় সব স্মৃতি এবং তাদের শেখানো জীবনের পাঠ এবং উপাখ্যান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিলো সাংস্কৃতিক পর্ব। এই পর্বের আয়োজন করেন ফজলুল করিম বাবু, মুহাম্মদ তানভীর হোসেন অয়ন। এসময় তানভীর গেয়ে উঠেন ‘আজ এই বৃষ্টির কান্না দেখে।’ এলস ক্লাবের প্রাক্তন জিএস নুর মুহাম্মদ হাসান তার বিশ্ববিদ্যালয় জীবন, ইংরেজি বিভাগে তার পথচলা এবং ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। প্রাক্তন এজিএস সাকিব আসিফ সবার সামনে তার ভার্সিটি জীবনের স্মৃতিচারণ করেন এবং নবীনদের খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। এলস ক্লাবের ডিবেট সেক্রেটারি মো. নিয়াজ মোর্শেদ খান গেয়েছেন, ‘পুরানো সে দিনের কথা।’ এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুল করিমের লেখা ‘আমার ছোট্ট রাজকুমারী’ শিরোনামের একটি কবিতা আবৃত্তি করেন এলস’র সহকারী প্রকাশনা সম্পাদক সুবর্ণ বড়ুয়া। এলস কমিটির নবনিযুক্ত জিএস নুরুল আজম বিদায়ী সিনিয়রদের প্রতি তার ভালবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে তার সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন এবং নতুনদের অনুপ্রেরণা দেন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে প্রাতিষ্ঠানিকভাবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উৎসাহিত করেন।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশরাফ-উর-জামান এবং মো. নিয়াজ মোরশেদ খান। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটির সকল সম্পাদকবৃন্দ এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা অনুষ্ঠানটি রঙিন ও বর্ণিল হয়ে ওঠে। অনুষ্ঠানের সভাপতি ডক্টর মুহাম্মদ আজিজুল হক তাঁর নিজের কন্ঠে বিখ্যাত শিল্পী হাসন রাজার একটি হৃদয়গ্রাহী গানের সুরে উৎসবমুখর এই অনুষ্ঠানের ইতি টানেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর