নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরীর রাসেলের তত্ত্বাবধানে আজ নগরীর সিডিএ ১ নং রোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বি ইউনিট আওয়ামীলীগের সভাপতি জনাব নাহিদ ও সাধারণ সম্পাদক কায়সার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মাজহারুল নোমান খান, মনসুরুল আমিন রিয়াজ, আনোয়ারুল আজিজ মনির, উত্তর জেলা যুবলীগের শিল্প বাণিজ্য সম্পাদক মোঃ সৈয়দ, জিয়া হায়দার চৌধুরী তুহিন, রেজাউল করিম, মফিজুর রহমান সহ প্রমুখ।