দিদারুল আলম (দিদার)➤চাটগাঁর সংবাদ।
চট্টগ্রাম সীতাকুণ্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ আয়োজিত হয়। এতে অতিথি হিসেবে ছিলো ছোট্ট ছোট্ট কুরআনের পাখিরা।
হযরত ইয়াসিন শাহ (রাঃ) মুসলিম এতিমখানা,
ঢালিপাড়া এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা, জামালিয়া এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা ও ফকিরহাট এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা, বড় দারোগাহাট, ভাটিয়ারী, বটতল, সীতাকুণ্ড এবং বাড়বকুণ্ড থেকে এমএফজেএফ এর নিজস্হ পরিবহন করে নিয়ে আসা হয় ছোট্ট অতিথি ও অভিভাবক ৪৫০ জনকে ঈদ উপহার বিতরণ করা হয় এবং ইফতার করানো হয় এবং পরিবহন করে পৌঁছে দেওয়া হয়।
২০ এপ্রিল বৃহশপতিবার
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, মুরাদপুর সিদ্দিকী পরিবারের কর্ণধার ও রবি আজিয়াটা গ্রুপ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী এবং শামিমা সিদ্দিকী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার,
চাটগাঁর বানী সম্পাদক মোহাম্মদ ইউসুফ,ফাউন্ডেশনের
উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দীন, মামুনুর রশীদ, মোবারক আলী, মইন উদ্দীন, তোফায়েল আহমেদ, জাহেদ হোসেন ও নুর উদ্দীন লিটন।
উপস্থিত ছিলেন ৪ং ইউনিয়ন এর৭,৮,৯ ওয়ার্ডের মহিলা মেম্বার রেজিয়া সুলতানা ও
৫নং ইউনিয়ন এর ১ং ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply