আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শততম বার্ষিক মাহফিলে চরমোনাইয়ে লাখো মানুষের ভিড়


অনলাইন ডেস্কঃ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পির চরমোনাই বলেন, দুনিয়া হলো মাকাল ফলের মতো। এ ক্ষণস্থায়ী দুনিয়ার পাগল হয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করা যাবে না। দুনিয়ার সব মানুষই পাগল। কেউ পদ-পদবির জন্য পাগল, কেউ এমপি-মন্ত্রী হওয়ার পাগল, কিন্তু একদল আছে মাওলা পাকের পাগল। চরমোনাই মাহফিল মূলত মানুষকে মাওলা পাকের পাগল বানিয়ে ছেড়ে দেয়।

বুধবার (২২ নভেম্বর) বাদ জোহর চরমোনাই ময়দানে ১০০তম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে এ কথা বলেন চরমোনাই পির। শততম বার্ষিক মাহফিলে লাখো মানুষ জমায়েত হয়েছেন।

মাহফিলের দ্বিতীয় দিন সকাল ১০টায় স্টেজে জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে। শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল।

মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য ৪০ জন অভিজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক পাঁচটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

মাহফিলে মূল সাতটি বয়ান করবেন যথাক্রমে চরমোনাই পির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম ও মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

তথ্যসূত্র: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর