আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক


চাটগাঁর সংবাদ ডেস্ক: খাগড়াছড়িতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদরের শাপলা চত্বর ও আশপাশ এলাকায় সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকলে পৌরসভা কার্যালয় ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান জানান, সংঘর্ষে তাদের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মল চৌধুরী বলেন, তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া তারা পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এ ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

তথ্যসূত্র: পূর্বকোণ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর