আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধসহ নানা দাবিতে পতেঙ্গা সৈকতে ব্যবসায়ীদের মানববন্ধন


মাদক ব্যবসা, ভূমিদস্যু, জলদস্যু, চাঁদাবাজ, মামলাবাজ ও কিশোর গ্যাংসহ নান অপরাধমূলক কর্মকান্ড বন্ধের দাবিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় মানববন্ধন করে পতেঙ্গা সমুদ্র সৈকত সী-বিচ দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মজু বলি হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নুর মোহাম্মদ ও তার ছেলে মাসুদের চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সী-বিচের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও হুমকি দেন নুর মোহাম্মদ গং। অপরাধ দমন ও পতেঙ্গা সমুদ্র সৈকত সী-বিচে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে স্থানীয় এলাকাবাসী ও দোকানিরা তদন্ত সাপেক্ষে নুর মোহাম্মদ গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো. ওয়াহিদুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, আবদুল মজিদ, কাশেম, ফরহাদ, মহিউদ্দিন, ফারুক, মোহাম্মদ হোসেন, তাজু, ইলিয়াস, সোহেল, জাহাঙ্গীর, বেলাল, আবদুর রহমান, মিন্টু, শেখ আহম্মদ প্রমুখ।

ট্যুরিষ্ট পুলিশের আশ্বাসে মানববন্ধন শেষে ব্যবসায়িরা চলে যান ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর