আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানববন্ধন

জাতীয় নীতিমালাসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে অ্যাম্বুলেন্স সমিতির মানববন্ধন


জাতীয় নীতিমালা প্রণয়নসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি। আজ বুধবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তারা।

দাবিসমূহ হলো- বাংলাদেশে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর মুক্ত/বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেওয়া, দেশের সকল রাস্তায় প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সে আটটি আসন অনুমোদন এবং সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং এর ব্যবস্থা রাখা।

মানববন্ধনে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রহিম মহাজন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর